কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম বন্দরের কন্টেনার জট পরিস্থিতির উন্নতি

চট্টগ্রাম বন্দরের কন্টেনার জট পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রতিদিনই বাড়ছে ইয়ার্ড থেকে কন্টেনার ডেলিভারি। রবিবার শুরু হওয়া এ সপ্তাহের মধ্যে অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক জনকণ্ঠকে জানান, রবিবার সকালে ইয়ার্ডে কন্টেনার ছিল ৪৮ হাজার ৬৩১ টিইইউএস। এদিন হ্যান্ডলিং হয় ৪ হাজার ৩৫৩ টিইইউএস কন্টেনার। সবচেয়ে আশার দিক হলো ইয়ার্ড থেকে কন্টেনার ডেলিভারি বাড়ছে। শনিবার ডেলিভারি হয়েছে ২ হাজার ৭১৪ টিইইউএস কন্টেনার, যা ১ হাজারের নিচে নেমে গিয়েছিল। জেটিতে কন্টেনার শিপ রয়েছে ৯টি এবং জেনারেল কার্গো শিপ রয়েছে ৪টি। বহির্নোঙ্গরে অপেক্ষমাণ রয়েছে ৩৩টি কন্টেনার জাহাজ। প্রসঙ্গত, করোনা সতর্কতায় সারাদেশে লম্বা ছুটি এবং লকডাউনের বিরূপ প্রভাব পড়ে চট্টগ্রাম বন্দরে। কারণ সবকিছু বন্ধ থাকলেও বন্দর কার্যক্রম কখনই বন্ধ হয় না। পরিবহন ও আমদানিকারকদের প্রতিষ্ঠানে ছুটির মধ্যেও বন্দরে স্বাভাবিকভাবে জাহাজ এসেছে। কিন্তু পণ্য ডেলিভারি না হওয়ায় বাড়তে থাকে কন্টেনারের স্তূপ। অবস্থা এমন পর্যায়ে যায় যে, ইয়ার্ডে আর কন্টেনার রাখার জায়গা নেই। ৪৯ হাজার কন্টেনার ধারণক্ষমতার ইয়ার্ডে পুরোটাই ব্যবহৃত হয়ে যায়। ফলে সেখানে ইক্যুইপমেন্ট ও ভেহিক্যাল চলাচলে সমস্যা হয়। উদ্ভূত পরিস্থিতিতে যে পরিমাণ কন্টেনার ডেলিভারি হয় সে পরিমাণ কন্টেনারই নামাতে হয় জাহাজ থেকে।

পাঠকের মতামত: