কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চূড়ান্ত সিদ্ধান্ত: বার্ষিক পরীক্ষা বাতিল

এবার মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর পরিবর্তে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান তিনি।

এসময় মূল্যায়ন কীভাবে করা হবে; প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাধ্যমিকে এবার বার্ষিক পরীক্ষার পরিবর্তে ৩০ কর্ম দিবসে সম্পন্ন করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এটা সবার জন্য। এটি করতে পারলে শিক্ষার্থীরা নূন্যতম শিখন ফল অর্জন করতে পারবে।

তিনি আরো বলেন, এ সিলেবাস অনুযায়ী শিক্ষকরা প্রতি সপ্তাহে শিক্ষার্থীদেরকে একটি করে অ্যাসাইনম্যান্ট দেবেন। অ্যাসাইনম্যান্টের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা থাকলে তা চিহ্নিত করা হবে। এ মূল্যায়ন শুধুমাত্র আমাদের বোঝার জন্য, তাদের কোথায় কোথায় দূর্বলতা আছে।

এদিকে করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। কিছু ক্ষেত্রে অনলাইন ও টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে।

এ পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

পাঠকের মতামত: