কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা: জাতীয় পরিচয়পত্র জালিয়াতিতে অবশেষে হুঁশ ফিরলো নির্বাচন কমিশনের

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে অন্যের জমি হাতিয়ে নেওয়া কিংবা রোহিঙ্গাদের হাতে এনআইডি তুলে দেওয়াও গণমাধ্যমে খবর প্রকাশের পর টনক নড়ে নির্বাচন কমিশনের।

এছাড়াও বিভিন্ন স্থানে একের পর এক এমন জালিয়াতির ঘটনায় বেশ অস্বস্তিতে নির্বাচন কমিশন। এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। হুঁশিয়ারি দেন, কুষ্টিয়ার এনআইডি জালিয়াতি, রোহিঙ্গা ভোটার করার সঙ্গে যারা জড়িত, সবার বিরুদ্ধে ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেয়ার।

এর পরই সংবাদ সম্মেলন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। সাম্প্রতিক বেশ কিছু এনআইডি জালিয়াতির ঘটনায় ইসির নানা পদক্ষের কথা তুলে ধরেন তিনি। বলেন, শুধু চাকরিচ্যুত নয়, মামলাও করবে নির্বাচন কমিশন।

এর আগে ঢাকা ৫ আসনের উপ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন নিয়ে কমিশনের সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল।

এদিকে ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আগারগাঁও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা।চ্যানেল২৪

পাঠকের মতামত: