কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

জিলহজ মাসে কোরবানিদাতা কী কী আমল করবেন?

প্রশ্ন : জিলহজ মাসে কোরবানিদাতা সুন্নাহ অনুযায়ী কী কী আমল করবেন? এসব নিয়ে যদি বুঝিয়ে বলতেন।

উত্তর : আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যিনি কোরবানি দেবেন, তিনি জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কোরবানির আগপর্যন্ত দুটি কাজ করবেন না। প্রথমত, তিনি হাতের নখ কাটবেন না। দ্বিতীয়ত, কোরবানির আগ পর্যন্ত পশম, চুল, দাঁড়ি কাটবেন না। এগুলো হলো সুন্নাহ। এসব শুধু যাঁর নামে কোরবানি দেওয়া হবে, তিনি করবেন। পরিবারের সবাই করার দরকার নেই। কোরবানির পশু জবাইয়ের আগপর্যন্ত কোরবানিদাতা এসব পালন করবেন। আর এই দিনগুলোতে কোরবানিদাতা, বেশি বেশি জিকির করবেন। আল্লাহর প্রশংসা করবেন।

পাঠকের মতামত: