কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

জেএম সেন হলে হামলার চেষ্টা মামলায় রিমান্ডে ১৬ জন

নগরীর জেএম সেন হলে দুর্গাপূজার মণ্ডপে হামলার চেষ্টা মামলায় এজাহারভুক্ত গ্রেপ্তার ১৬ জনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিরা হলেন: মো. ইফতেখার উদ্দিন, তৌহিদুল ইসলাম প্রকাশ পলাশ, খালিদ কিন ওয়ালিদ, সৈয়দ মোহাম্মদ মঈন উদ্দীন প্রকাশ মঈন, মো. দেলোয়ার হোসেন, মাসুদ পারভেজ, মো. হুমাইন, মো. জায়েদুল ইসলাম জায়েদ, মো. রাসেল, মো. নুরুল ইসলাম, মো. সোহাগ, মো. জাবেদ হোসেন, মো. আইয়ুব আলী, মো. আমির হোসেন, মো. খোরশেদ আলম ও মো. ওমর ফারুক।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) বাবলু কুমার পাল জানান, গত ১৯ অক্টোবর ১৬ জন এজাহারভুক্ত আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আজ সোমবার আদালত শুনানি শেষে প্রত্যেককে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই মামলায় জড়িতদের অধিকাংশই টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার ও খলিফাপট্টি এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তাদের বাড়ি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত: