কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

টাকা দিয়ে রোহিঙ্গাদের ভাসানচর নেয়ার তথ্য ভিত্তিহীন: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার আগের চেয়ে ইতিবাচক সাড়া দিচ্ছে, শিগগিরই প্রত্যাবাসন শুরু হবে, এমন আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় ভারত, চীন, রাশিয়া ও জাপানসহ কয়েকটি দেশ রোহিঙ্গা সংকট সমাধানে ভোট দেয়া থেকে বিরত থেকেছে। তারপরও পক্ষে-বিপক্ষে থাকা দেশগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বিশ্বাস করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। তবে মিয়ানমারকেই মূল ভূমিকা নিতে হবে। রোহিঙ্গাদের টাকা দিয়ে ভাসানচরে নেয়ার অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। ওমানে বাংলাদেশের শ্রমবাজার বিস্তারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেন জানান।

পাঠকের মতামত: