কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সিনহা হত্যা: টানা ১৫ দিন রিমান্ডে থাকলেও মুখ খুলেননি ওসি প্রদীপ

সিনহা রাশেদ হত্যা মামলায় কোনো ধরনের জবানবন্দি ছাড়াই ১৫ দিনের রিমান্ড শেষে ওসি প্রদীপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল থেকে প্রদীপও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন কি না তা নিয়ে গুঞ্জন শোনা গেলেও বি‌কেল পৌ‌নে চারটায় আদাল‌তে আনা হয় মামলার দুই নাম্বার আসা‌মি টেকনাফ থান‌ার বরখাস্ত ওসি প্রদীপকে।

টানা ১৫ দিনের রিমান্ড শেষে জবানবন্দি না দিয়েই বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ চেয়ে আসামি প্রদীপ কুমার দাশকে আদালতের হেফাজতে তুলে দেন তদন্ত কর্মকর্তা। এর আ‌গে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয় প্রদীপ‌কে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর আশা, খুব শিগগিরই সুরাহা হবে সিনহা হত্যা মামলার।

এদিকে মঙ্গলবার সকালে পুলিশের করা মামলার তিন সাজানো সাক্ষীর ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গত ৬ আগস্ট আাদালতে আত্মসমর্পণ করলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, লিয়াকত ও নন্দদুলালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ১৮ আগস্ট তিনজনকেই সাতদিনের রিমান্ডে নেন তদন্ত কর্মকর্তা, ২৪ আগস্ট তিনজনেরই দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৮ আগস্ট তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড শুরু হয়। তিন দফা একসাথে রিমান্ড শুরু এবং শেষ হলেও রোববার দেয়া একদিনের রিমান্ড শেষে সোমবার প্রদীপকে একাই তোলা হয় আদালতে।

পাঠকের মতামত: