কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফের হোয়াইক্যং সীমান্ত থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের খারাংখালী সীমান্ত এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান পাচারের সময় ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শনিবার ভোরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ খারাংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নতুন পাড়া মাঠের পূর্ব পাশে শামছু উদ্দিনের মাছের ঘের দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি কার্য শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।

পাঠকের মতামত: