কক্সবাজার, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৪ হাজার পিচ ইয়াবাসহ আটক ৩

ওসমান আবির, টেকনাফ::

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় তিন পাচারকারীকে আটক করা হয়। গত শনিবার রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন টেকনাফ স্টেশন কোস্টগার্ড।

কোস্টগার্ড সদর গোয়েন্দা অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম. হায়াত ইবনে ছিদ্দিক জানান, গত শনিবার রাত ৯ টায় টেকনাফ স্টেশন কোস্টগার্ড কেয়ারী ঘাট এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসময় ইয়াবা বহনকারী ব্যক্তি উপজেলার জাদিমুরা এলাকার নুর হোসেনের ছেলে মো. ওসমান (২২) কে আটক করা হয়।

এছাড়া একই দিন সন্ধ্যা ৭ টার দিকে টেকনাফ স্টেশন কোস্টগার্ডের অস্থায়ী চেকপোস্টের সামনে একটি সিএনজি চালিত অটোরিক্সা তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় মোহাম্মদ আব্দু রহিম (৩২) ও মো. ইসমাইল (২২) নামে দুই পাচারকারীকে আটক করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, আটককৃত তিনজন ইয়াবা পাচারকারী ও উদ্ধারকৃত ১৪ হাজার পিস ইয়াবা পরবর্তী পদক্ষেপ গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: