কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে তথ্য সেবাকেন্দ্রের আয়োজনে সুবিধাবঞ্চিত নারীদের বৈঠক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার আওতাধীন টেকনাফে তথ্য সেবাকেন্দ্রের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে গ্রামের ২৫ জন সুবিধাবঞ্চিত মহিলাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মহিলাদের ক্ষমতায়ন, শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভাটি আজ সোমবার উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের কার্যালয়ে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা খাতুনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী, মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল বাতেন।

এছাড়াও তথ্যসেবা সহকারি আফরোজা আক্তার উপস্থিত ছিলেন।
এসময় মহিলাদেরকে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কথা, শিক্ষা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, কৃষি, স্বাস্থ্য, ব্যবসা, মাদক, সোপি ওয়াটার তৈরির উপরে বিভিন্ন বার্তা দেওয়া হয়। পাশাপাশি উপজেলার সকল দপ্তর থেকে সুবিধাবঞ্চিত মহিলারা কি কি সেবা পেতে পারে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে অনলাইনে ব্যবসার ব্যবস্থা কিভাবে করা যায়, লাল সবুজ ডটকমে রেজিষ্ট্রেশন করে যাতে ঘরে বসে ব্যবসা করা যায় সে ব্যাপারসহ আরও বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও এর মূল উদ্দেশ্য হল, গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদেরকে তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার পাওয়া।

পাঠকের মতামত: