কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টেকনাফে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ

মোঃ শেখ রাসেল, টেকনাফ::

কক্সবাজার টেকনাফে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন দুঃস্থ প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরুপ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। (২৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা আদর্শ কেজি স্কুল মাঠে বিতরণ করা হয়।

এ সময় ৬০জন প্রতিবন্ধী ব্যক্তি ও ৪০জন হিজড়াদের মাঝে এই ত্রাণ সামগ্রীগুলো দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিফাত বিন রহমানের সঞালনায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক ডিসি মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, সহকারী কমিশনার ভূমি আবুল মনসুর, উপজেলা সমাজসেবা অফিসার সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদ সিএ ছৈয়দ হোসাইন মামুনসহ সাংবাদিকবৃন্দ।

এ সময় প্রত্যেককে চাল, ডাল, আলু, খেজুর, তেল, সাবান, মাস্ক দেওয়া হয়। প্রধান অতিথি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে কস্টে থাকা প্রতিবন্ধী ব্যক্তি ও হিজড়া জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরুপ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ত্রাণ সামগ্রী বিতরণ চলমান থাকবে বলে তিনি জানান।

পাঠকের মতামত: