কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

তাদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভিতর হতে ৬০ লাখ টাকার মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে ইয়াবা কারবারীদের আটকের নিমিত্তে বর্ণিত এলাকা এবং তার পার্শ্ববর্তী স্থানে সকাল পর্যন্ত তল্লাশি অভিযান পরিচালনা করা হলেও কোন ইয়াবা কারবারীকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত: