কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

টেকনাফে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল ধ্বংস

কক্সবাজারের টেকনাফে বিভিন্ন মৎস্যঘাটে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকার মূল্যের ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। কোষ্টগার্ড ও নৌপুলিশের সহযোগিতায় বাহারছড়া ইউপির শামলাপুর মৎস্য ঘাটে থেকে জব্দ কারেন্ট জাল বুধবার বিকেলে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানে নেতৃত্বে দেন চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনা ও জরিপ অধিদপ্তরের উপ পরিচালক ডা. শরীফ উদ্দিন।

টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ক্রাস্টাসিয়ান্স ধরা নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন লক্ষে কোষ্টগার্ড ও নৌ পুলিশের সহায়তায় উপজেলার বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন মৎস্য ঘাট এলাকাগুলোতে জেলেদের লিফলেট বিতরণ ও মাইকিং করে সচেতনতা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা মৎস্য কমকর্তা এসএম খালেকুজ্জামান ও টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কোষ্টগার্ড, নৌপুলিশের কর্মকর্তা ও অন্যান্যরা প্রমুখ।

পাঠকের মতামত: