কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

টেকনাফে মাটির নিচে মিললো বস্তাভর্তি ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা!

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ:: 

টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১লাখ ৩০হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে।

২৮ জুলাই ভোররাত আড়াই টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদ পেয়ে উপজেলার হ্নীলা রোহিঙ্গা অধ্যূষিত নাফনদী সংলগ্ন কেওড়া বাগানে অবস্থান নেয়।

কিছুক্ষণ পর ২জন মাদক কারবারী নাফনদী সাঁতরিয়ে কেওড়া বাগান হয়ে উঠে আসার পথে তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে বস্তাটি ফেলে কেওড়া বাগান দিয়ে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশী করে মাঠির নিচে লুকিয়ে থাকা ইয়াবা ভর্তি ১টি বস্তা উদ্ধার করে গণনা করে ৩ কোটি ৯০লক্ষ টাকা মূল্যমানের ১লক্ষ ৩০হাজার ইয়াবা পাওয়া যায়।

ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফয়সল হাসান খাঁন (পিএসসি) বলেন, মাদক কারবারে জড়িত অনেক অপরাধী তাদের অপকর্ম অব্যাহত রাখার জন্য বিভিন্ন কৌশলে চালিয়ে যাচ্ছে ইয়াবা পাচার। তবে তাদের সেই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা সদা প্রস্তুত রয়েছে।

পাঠকের মতামত: