কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

টেকনাফে রোহিঙ্গা অপহরণকারী আটক

আব্দুস সালাম, টেকনাফ::

কক্সবাজারের টেকনাফে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ২ জন অপহৃত রোহিঙ্গা শরনার্থীসহ মো. হানিফ (৬৮) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। আজ কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক এ তথ্য জানান।

গত দুইমাস আগে  ১) আবুল হোসেন (৬৫) (প্রতিবন্ধী), পিতা. মৃত ওয়ালা মিয়া,ক্যাম্প-২৪ (এলএমএস), ব্লক/সি, শেড নং-৭৮, এফসিএন-২৬২২৮১,  ও ২) মো. লেয়াকত আলী (৫৩), ক্যাম্প-২৪ (এলএমএস), শেড নং-২৩, এফসিএন-২৫৫২৭১, ব্লক/ডি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার অপহৃত হয়। এর পরে পাহাড়ের পাশে কাটা তারের বাইরে ফাঁকা জায়গা হতে এপিবিএন পুলিশ তাদের উদ্ধার করে l

ভিকটিমরা একজন অপহরণকারীকে চিনতে পারে এবং নয়াপাড়া এপিবিএনকে অবগত করে। অভিযান পরিচালনা করে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এপিবিএন পুলিশ সদস্যরা অপহরণকারী মো. হানিফ (৬৮), পিতা- নুর মোহাম্মদ,  ব্লক- বি, শেড নং- ১০৬২/৩, এম আর সি- ১৬৯২৪, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক পূর্বক (অপহৃত ভিকটিমরাসহ) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।    বিডি প্রতিদিন/আল আমীন

পাঠকের মতামত: