কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

টেকনাফে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

সরকার ঘোষিত কঠোর লকডাউনে টেকনাফ উপজেলা প্রশাসন ও বিজিবি, পুলিশ ও র‌্যাব উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকরে অভিযান অব্যাহত রেখেছে। স্বাস্থ্য সুরক্ষায় ও সরকারি ঘোষণা অনুযায়ী জনসাধারণকে লকডাউন মানাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। এসময় স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন দিক নির্দেশনাও দেয়া হয়।

এছাড়াও সরকারি বিধি-নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে টেকনাফের বিভিন্ন স্টেশনে মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি মামলা ও প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.এরফানুল হক চৌধুরী বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। তাই আমরা সরকারি আইন জনগণকে মানাতে ও জনসচেতনতা বৃদ্ধির করণে এ অভিযান পরিচালনা করছি। ‘

পাঠকের মতামত: