কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টেকনাফে শিশুসহ অপহৃত নারী উদ্ধার, আটক ১

আব্দুস সালাম, টেকনাফ::

কক্সবাজারের টেকনাফে গুচ্ছগ্রাম এলাকায় অপহৃত ভিকটিম আমিনা খাতুন (২২) ও তার শিশুকন্যা আসমা বিবিকে (১) উদ্ধার করেছে র্যাব। এসময় মো. রবিউল আলম (২৬) নামে এক অপহরণকারীকে আটক করা হয়।

শনিবার (৩ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামি মোঃ রবিউল আলম কক্সবাজার জেলার উখিয়া থানাধীন গয়ালমারা এলাকার মোঃ সিদ্দিকের ছেলে।

অপহৃত আমিনা খাতুন কক্সবাজার জেলার উখিয়া থানাধীন শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর মোঃ ইসলামের মেয়ে।
র‌্যাব-১৫, সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, অপহৃতের বাবার করা অভিযোগের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মোঃ রবিউল আলম এর বসত বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত আমিনা খাতুন (২২)কে উদ্ধার করে এবং র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার সময় এক অপহরণকারীকে আটক করে। এসময় মোঃ হোছনসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটক আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ পলাতক আসামীদের সহায়তায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে কৌশলে অপহরণ করে তাদের বাড়িতে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছে।

আসামীকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

পাঠকের মতামত: