কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

টেকনাফে শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন ও মানসিক রোগী দের খাবার বিতরণ

শেখ রাসেল, টেকনাফ::

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতি ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আজ মানসিক রোগীদের তহবিল মারোত ও উপজেলা প্রশাসন টেকনাফ কর্তৃক আয়োজিত মানসিক রোগীদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা এবং সকল মসজিদ, মন্দির অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীল, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রণয় রুদ্র, উপজেলা পরিষদ সিএ ছৈয়দ হোসাইন মামুন, মারোত কেন্দ্রীয় সভাপতি আবু সুফিয়ান, মানসিক হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক হারুন অর রশিদ, মারোত উপদেষ্টা সাইফুল হাকিম, সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু পাল, জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসেন ভুইয়া, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন, সরোয়ার কামাল, রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে মানসিক রোগীদের মাঝে খাবার বিতরণ উদ্বোধন শেষে টেকনাফের আনাচে কানাচে শতাধিক ছড়িয়ে ছিটিয়ে থাকা মানসিক রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ সম্পন্ন করে মারোত।

পাঠকের মতামত: