কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

টেকনাফে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরামর্শমূলক সভা

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে টেকনাফে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি দাতাসংস্থা ইউএনসিআরের সহযোগিতায়, সেভ দ্য চিলড্রেনের টেকনিক্যাল পার্টনার শিপের মাধ্যমে এসআর এইচআর রেসপন্স ইন কোভিড-১৯ পান্ডেমিক ইন ম্যান, এইজ এন্ড ট্রান্সজেন্ডার অফ টেকনাফ প্রকল্পটি পরিচালনা করছে। প্রকল্পের আওতায় সুবিধা ভোগীদের মাঝে মানসিক, যৌন, প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার এবং কোভিড-১৯ বিষয়ক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

রবিবার সকাল ১০টার দিকে লেদা উচ্চ বিদ্যালয়ে পরামর্শমূলক সভাটি অনুষ্ঠিত হয়।

সভাটি বন্ধুর সার্ভিস সেন্টার ম্যানেজার মো. আমিনুর রহমানের সঞ্চালনায় সহকারি ম্যানেজার মো. নাজমুল হক বিস্তারিত আলোচনা করেন। সভার শুরুতে বন্ধুর প্রোমো (ভিডিও) এর মাধ্যমে সংস্থার বিস্তারিত উপস্থাপন করা হয়। তাছাড়া টেকনাফ অফিসের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য চল্লিশ জন হিজড়া জনগোষ্ঠীর মাঝে সেলাই প্রশিক্ষণ প্রদান করা।

পাঠকের মতামত: