কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে ৬ ইটভাটায় ৩৭ লাখ টাকা জরিমানা

কক্সবাজারের টেকনাফে ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, টেকনাফের হোয়াইক্যং দেংগাকাটা এলাকায় ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে র‌্যাব-১৫’র একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এসময় পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটা প্রস্তুত ও পরিচালনার দায়ে ৬টি অবৈধ ইটভাটাকে ৩৭ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রত্যেক ইটভাটা ধ্বংস করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: