কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ মণ মাছ জব্দ

আব্দুস সালাম, টেকনাফ::

কক্সবাজারের টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরের বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান পরিচালনা করে অবৈধ ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ মণ মাছ জব্দ করা হয়েছে। অবৈধ এসব জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।

টেকনাফ উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন বিসিজি স্টেশনের সহযোগিতায় সোমবার এ অভিযান চালানো হয়।
এ সময় কোস্টগার্ডের পেটি অফিসার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, সরকারি আইন অমান্য করে যারা সমুদ্রে কারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত: