কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ: আটকা পড়েছেন অর্ধশতাধিক লোক

আব্দুস সালাম, টেকনাফ::

মৌসুমি বায়ু তারতম্য আধিক্যের কারণে সমুদ্রে ৩ নম্বর সর্তক সংকেত থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে গত নয়দিন ধরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন কাজে এসে দ্বীপের অর্ধশতাধিক লোক আটকা পড়েছেন।

সেন্টমার্টিনের ইউরো-বাংলা রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ ইসহাক বলেন, গত নয়দিন ধরে সেন্টমার্টিন থেকে জরুরি কাজে টেকনাফে এসে আটকা পড়েছি। তবে সাগর উত্তাল ও তিন নম্বর সর্তক সংকেত থাকায় যাওয়া সম্ভব হচ্ছে না।

অনেকে চিকিৎসাসহ বিভিন্ন কাজে এসে যেতে না পেরে আত্মীয়স্বজন ও টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছেন।
সেন্টমার্টিন দ্বীপের মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া বলেন, গত নয় দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌ-চলাচল বন্ধ রয়েছে। প্রতিদিন টেকনাফ থেকে নিত্য পণ্য সামগ্রী আনা হতো। সাগর উত্তাল থাকায় সেগুলো বন্ধ রয়েছে।

এখন খাদ্যসহ নিত্যপণ্য সামগ্রী সঙ্কট দেখা দিয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌ-চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে। এছাড়া চিকিৎসাসহ বিভিন্ন কাজে গিয়ে অর্ধশতাধিক লোক টেকনাফে আটকা পড়েছে।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ রুটে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সাগর শান্ত হলে নৌযান চলাচলের অনুমতি দেয়া হবে।

পাঠকের মতামত: