কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

টেকনাফ স্থলবন্দরে জানুয়ারিতে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আয়

টেকনাফ স্থলবন্দরে গত জানুয়ারি মাসে ৮ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ১৫৬ টাকা রাজস্ব আদায় হয়েছে। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৬ কোটি ৩১ লাখ ৭৪ হাজার ১৫৬ টাকার রাজস্ব অর্জিত হয়নি। বুধবার বিকালে রাজস্ব আদায়ের এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা গৌরাঙ্গ ভট্টাচার্য্য।

তিনি বলেন, গত জানুয়ারি মাসে ১৬১টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৮ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ১৫৬ টাকা রাজস্ব আদায় হয়েছে।

গত জানুয়ারি মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৯ কোটি ৮ লাখ টাকা। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৬ কোটি ৩১ লাখ ৭৪ হাজার ১৫৬ টাকার রাজস্ব অর্জিত হয়নি।
এতে মিয়ানমারের পণ্য আমদানি হয়েছে ১৭ কোটি ৭৪ লাখ ৩৪ হাজার ৪৮৮ টাকার। এছাড়া গত মাসে শাহপরীরদ্বীপ করিডোরে ৫ হাজার ৫৯১টি গরু, ২১৯ টি মহিষ আমদানি করে ২৯ লাখ ৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

অপরদিকে মিয়ানমারে রফতানি হয়েছে ৪৪ টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ২ কোটি ৩০ লাখ ৩১ হাজার ৭২৪ টাকার দেশীয় পণ্য।
তিনি আরো বলেন, গত জানুয়ারি মাসে মিয়ানমার থেকে পণ্য আমদানি কম হওয়ায় টার্গেটের চেয়ে কম রাজস্ব আদায় হয়েছে।

পাঠকের মতামত: