কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টেকনাফ স্থলবন্দরে মার্চের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে গত মার্চ মাসে ১৪ কোটি ২৬ লাখ ৭০ হাজার ২১৬ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৫ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৭৮৪ টাকা কম।

বৃহস্পতিবার বিকালে রাজস্ব আদায়ের এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা গৌরাঙ্গ ভট্টাচার্য্য।

জানা যায়, ২০২০-২১ অর্থ বছরের গত মার্চ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২০ কোটি ২৪ লাখ টাকা। তবে মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৫ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৭৮৪ টাকার রাজস্ব কম অর্জিত হয়েছে।

টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, দেশের চাহিদা মেটাতে টেকনাফ স্থলবন্দর দিয়ে শুধু খাদ্যপণ্য আমদানি হচ্ছে। হিমায়িত মাছের পাশাপাশি রমজান উপলক্ষে মিয়ানমার থেকে ছোলা, পিয়াজ, রসুন, আদা ও আছার আমদানি অব্যাহত রেখেছেন ব্যবসায়ীরা।

পাঠকের মতামত: