কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: ৫৭ জনের মৃত্যু, ৩৩ বাংলাদেশি উদ্ধার

সোমবার (১৭ মে) তিউনিসিয়ার উপকূলে উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৫৭ জন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৩ জন বাংলাদেশিকে। খবর আল জাজিরা ও রয়টার্সের।

৫৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্ট। নিহতদের জাতীয়তা জানা যায়নি।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরি জানিয়েছেন, সোমবার উত্তর লিবিয়া থেকে ৯০ জন অভিবাসন প্রত্যাশীদের নিয়ে একটি নৌকা ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমায়। কিন্তু সেটি তিউনিসিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে আসার পর ডুবে যায়। সেখানে একটি তেল খনিতে কর্মরত কর্মীরা ৩৩ জন বাংলাদেশিকে জীবন্ত উদ্ধার করে। বাকিরা ডুবে মারা যায়।

রেড ক্রিসেন্ট জানিয়েছে এই ৯০ জন অভিবাসন প্রত্যাশী লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল।

পাঠকের মতামত: