কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

তৃতীয় দফায় ভাসানচরে পৌঁছাল ১৪৬৭ রোহিঙ্গা

নোয়াখালীর ভাসানচরে তৃতীয় দফায় দ্বিতীয় পর্যায়ে আরো ১ হাজার ৪৬৭ জন রোহিঙ্গা এসে পৌঁছেছে। এদের মধ্যে পুরুষ ৩৪৭ জন, নারী ৪০৫ জন এবং ৭১৫ জন শিশু রয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে তারা ভাসানচরে এসে পৌঁছায়। সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা নৌবাহিনীর রেডি রেসপন্স বার্থ থেকে থেকে তাদের নিয়ে ৪টি জাহাজ ভাসানচরের উদ্দেশে রওনা হয়।

শুক্রবার সড়ক পথে তারা চট্টগ্রাম এসে পৌঁছান। রাতে তাদের বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিকেল পরীক্ষা শেষে গাড়িযোগে ওয়্যার হাউজ -১ এ সমবেত করে ব্রিফ প্রদান করা হয়। পরে ভাসানচরের ২৪, ২৫ এবং ২৬ নম্বর ক্লাস্টারে স্থানান্তর করা হয়।

 

পাঠকের মতামত: