কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

দেশে এক দিনে ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১৬২ জন করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৬৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৭৮২২ জন।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ৪১ টি ল্যাবে আজ (১৩ মে) পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৬২টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯০০টি ।

তিনি বলেন, আমি অতিরিক্ত মহাপরিচালক হলেও এখন মহাপরিচালকের দায়িত্ব পালন করছি।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটে।

পাঠকের মতামত: