কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

দেশে প্রতি ১০০ জনের পরীক্ষায় ১৫ রোগী শনাক্ত

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ যে আপডেট দিয়েছে তাতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে করোনা রোগী পাওয়া গেছে ৮৮৭ জন। অর্থাৎ প্রতি ১০০ জনকে।

দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৪ হাজার ৬৫৭ জন আক্রান্ত হলেন। করোনায় মারা গেছে ২২৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত মারা যাওয়া ২১৪ জনের মধ্যে ৭৩ ভাগই পুরুষ।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এ পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ৯১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে

বিশ্বব্যাপী করোনা রোগীর সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে। আর বিশ্বে করোনায় মারা গেছে ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। সূত্র: বিবিসি বাংলা

পাঠকের মতামত: