কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নদীর ভাঙ্গনের ঝুঁকিতে উখিয়ার চরপাড়া গ্রামের যাতায়াতের রাস্তাটি

আবদুল্লাহ আল মামুন::

নদীর ভাঙ্গনের কারণে উখিয়া জালিয়া পালং এর চরপাড়া গ্রামের যাতায়াতের রাস্তাটি ব্যবহারের অনুপযোগি ও বাড়ি ভিটে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

সরেজমিনে জানা যায় , উখিয়ার ১নং জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব পাইন্যাশিয়া চরপাড়া গ্রামে রেজুর খালে বর্ষাকালে ভারী বৃষ্টিবর্ষণে পাহাড়ি উজান ঢলের পানিতে শতশত মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা নদীর সাথে প্রায় বিলীন হয়ে গেছে।বাকী অংশটুকু বিলীন হয়ে যাবার সম্ভাবনা বেশি।এলাকাবাসী এটা নিয়ে খুব দুঃচিন্তায় আছে।

দুঃখ নিয়ে এই এলাকার ছাত্র ইমরান হোসেন রিফাত বলেন,এই রাস্তা হলো শতশত মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। এই রাস্তা নিয়ে অনেকবার অনেক জনপ্রতিনিধিকে অবহিত করলেও কেউ ব্যবস্থা নেয়নি।বর্ষাকালে এই রাস্তায় ছাত্র-ছাত্রীদের যাতায়াতের অনেক সমস্যা হয়। অনেকে স্কুল,কলেজে আসা-যাওয়া বন্ধ হয়ে যায়।

একই এলাকার আরেক ছাত্র কফিল উদ্দিন বলেন, এই রেজুর খালটি বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত হওয়ায় বর্ষাকালের জোয়ারের পানিতে খুব কম সময়ে ডুবে যায়।ফলে খালের রাস্তাটি নদীর ভাঙ্গনের ফলে নদীর সাথে বিলীন হয়ে যায়।নদীর পাশে শতশত অসহায়-গরীবদের বসতভিটা।অনেকের বসতভিটা নদীর সাথে বিলীন হয়ে গেছে।

তাই এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট এব্যাপারে সুদৃষ্টি কামনা করেন।তারা এটার একটা নির্দিষ্ট সমাধান চান।

এলাকার সকলের দাবী নদীর পাশে রাস্তাটির রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করে।

পাঠকের মতামত: