কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বি.এল.আর.আই এর উদ্যোগে

নাইক্ষ্যংছড়িতে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন শীর্ষক খামারী মাঠ দিবস পালিত

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন শীর্ষক খামারী মাঠ দিবস পালিত হয়েছে। শনিবার (৫জুন) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ মাঠ দিবস। এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএলআরআই’র নির্বাহী চেয়ারম্যান ড.শেখ মোঃ বখতিয়ার। বিএলআরআই’র মহাপরিচালক ড.আবদুল জলিল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্তী,উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি,বান্দরবান জেলা পরিষদ সদেস্য ক্যনে ওয়ান চাক প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা এরশাদুজ্জামান ।

নাইক্ষ্যংছড়িস্থ বাংলাদেশ প্রানী সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রানীসম্পদ গভেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাইট ইনচার্জ মোঃ শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এ অনুষ্ঠানে খামারী অংশ নেন।

পাঠকের মতামত: