কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তির ঘটনায় গ্রেপ্তার ৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়িকে ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভূক্তির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ জানুয়ারি)উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের নামে একটি মামলা দায়ের করে নির্বাচন কমিশন। এরমধ্যে ১৩ জন রোহিঙ্গা। বাকিরা মূলত রোহিঙ্গাদের মা-বাবা বা ভাই পরিচয় দিয়ে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তিতে সহায়তা করে।

এ নিয়ে গত অক্টোবরে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে চ্যানেল টোয়েন্টিফোর। তাতে তুলে ধরা হয় কিভাবে জালিয়াতির মাধ্যমে শত শত রোহিঙ্গা বাংলাদেশের ভোটার হয়ে গেছেন। এরপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। সবশেষ দায়ের করে মামলা।

পাঠকের মতামত: