কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে

নাফ নদ সাঁতরে হাতি এলো বাংলাদেশে!

নাফ নদ পাড়ি দিয়ে মিয়ানমার থেকে একটি মা হাতি বাংলাদেশে প্রবেশ করেছে। এসময় নাফ নদের সীমান্তে আরো তিনটি হাতিকে দেখা গেছে।

বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফের দমদমিয়ায় নৌবন্দর এলাকা থেকে হাতিটি উদ্ধার করা হয়। পরে সেটিকে টেকনাফের বনাঞ্চলের দিকে পাঠিয়ে দেয়া হয়।

সৈয়দ আশিক আহমেদ এও জানান, এসময় আরো তিনটি হাতি সীমান্তের জলিলেরদিয়া এলাকায় অবস্থান করতে দেখা গেছে।

এই প্রসঙ্গে টেকনাফের ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বন বিভাগ আমাদেরকে জানিয়েছে আরো তিনটি হাতি নাফ নদের সীমান্তে অবস্থান করছে। তবে তারা (বন বিভাগ) সীমান্তে সজাগ আছে, যাতে হাতিগুলো নিরাপদে চলে আসতে পারে।

পাঠকের মতামত: