কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পদ্মাসেতুর সর্বশেষ স্প্যান বসছে আজ

বহু প্রতীক্ষিত পদ্মাসেতুর সর্বশেষ বা ৪১তম স্প্যান বসছে আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)। যার মাধ্যমে দৃশ্যমান হবে, ৬ দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের পুরো অবকাঠামো।

মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর এটি বসানো হবে। এরই মধ্যে কুমারভোগ কনস্ট্রাকশান ইয়ার্ড থেকে খুঁটির কাছাকাছি পৌঁছেছে, স্প্যানবাহী ক্রেন। সকাল থেকেই শুরু হবে বসানোর প্রক্রিয়া।

২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়, পদ্মা প্রকল্পের কাজ। এরপর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর বসানোর মাধ্যমে শুরু হয়, দৃশ্যমানের প্রক্রিয়া। এই প্রকল্পের মোট খরচ, ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। যার পুরোটাই যোগান দেয়া হচ্ছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে।

পাঠকের মতামত: