কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পরীমনিকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে

ঢাকা বোট ক্লাবের ঘটনায় ঢাকা চলচ্চিত্রের লাস্যময়ী অভিনেত্রী পরীমনিকে গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে ডাকা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে পরীমনিকে ডাকা হয়েছে বলে অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। বিকাল ৪টা নাগাদ পরীমনি ডিবি কার্যালয়ে যাবেন।

বিষয়টি নিশ্চিত ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, মামলার বাদী হিসেবে পরীমনিকে ডাকা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য শুনবেন। এছাড়া মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সে বিষয় নিয়েও পরীমনির সঙ্গে কথা বলা হবে।

এর আগে রোববার রাত ৮টার দিকে নিজের ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যা চেষ্টার বিচার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি পোষ্ট করেন পরীমনি। তার কয়েকঘণ্টার পর নিজ বাসায় সংবাদ সম্মেলন ডাকেন অভিনেত্রী।

সংবাদ সম্মেলনে এসে নিজের জীবনের সংশয়ের কথা জানান ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। জীবনের নিরাপত্তা চেয়ে পরীমনি বলেন, আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। চারদিন ধরে থানায় ঘুরেও কোনো মামলা করতে পারিনি। আমি এই ঘটনার বিচার চাই।

এর পরদিন দুপুরে তিনি সাভার থানায় ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করলে রাজধানীর উত্তরা থেকে মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পাঠকের মতামত: