কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ফেনীতে ট্রাফিক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

ফেনীতে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিএসআই) শফিকুল আজমের (৪৩) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুরে (চৌধুরী পাড়া) আশিক মঞ্জিলের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শফিকুল আজম ওই বাসায় একাই থাকতেন। তার কর্মস্থল ফেনীর ছাগলনাইয়া উপজেলার সদরে। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আউটপাড়ায়।

পুলিশ জানায়, ট্রাফিক পুলিশ পরিদর্শক শফিকুল আজম গত বৃহস্পতিবার দায়িত্ব পালন শেষে ফেনী শহরের বাসায় ফেরেন। তারপর তাকে কয়েকদিন দেখা যায়নি। একপর্যায়ে আজ দুপুরে পচা দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহম্মদ বাহির থেকে ঘরের দরজা বন্ধ দেখেন।

এসময় ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন তিনি। পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনাটার সত্যতা নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায় জানান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুমিল্লা থেকে সিআইডি টিম আসছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পাঠকের মতামত: