কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ফেলে যাওয়া বস্তায় মিলল ৫১ হাজার পিস ইয়াবা

টেকনাফ থানার মেরিন ড্রাইভ সাবরাং জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারকারী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এক ব্যক্তিকে মোটরসাইকেলে সাদা রংয়ের বস্তা নিয়ে আসতে দেখা যায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মেরিন ড্রাইভের পাশে সরু রাস্তা দিয়ে সে পালিয়ে যায়। এসময় তার সাথে থাকা বস্তাটি পড়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৫১ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ হওয়া ওই ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানান আমিরুল হক।

পাঠকের মতামত: