কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

বনভূমিতে অবৈধভাবে গড়া গোদা উচ্ছেদ করেছে বনবিভাগ

জাহেদ হাসান::

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানের ছড়া রেঞ্জের আওতাধীন বনভূমি জবরদখল করে অবৈধভাবে ঘেড়াবেড়া দিয়ে বাধ নির্মাণ করে গোদা তৈরী করে মাছ চাষ করছে একটি ভূমিদস্যু চক্র।

এমন সংবাদের ভিত্তিতে পানের ছড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান টগর বিট কর্মকর্তা, কর্মচারী ও বাগান উপকারভোগীদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে ২০১০-১১ সালের বাগানে অবৈধভাবে গড়া মাছের চাষ (গোদা) উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত করেছে।

শুক্রবার (২৫ জুন)কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভূমি দখলমুক্ত করা হয়েছে।

পাঠকের মতামত: