কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বাংলাদেশকে চাপ নয়, প্রত্যাবাসনে উদ্যোগ নিন: জাতিসংঘকে সরকার

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ওপর জাতিসংঘ, আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজ সংগঠনের অযৌক্তিক চাপে অসন্তুষ্ট ঢাকা। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিশ্ব সম্প্রদায় যেন ভুলে না যায়, রোহিঙ্গারা মিয়ানমারের।

সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে, বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান বাংলাদেশের। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমারের সৃষ্ট সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উচিত, রোহিঙ্গা সংকটের দিকে দৃষ্টি দেয়া।

বিবৃতিতে এক লাখ রোহিঙ্গাকে, ভাসানচরে স্থানান্তরের সরকারি পরিকল্পনার কথা বলা হয়েছে।

পাঠকের মতামত: