কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বাবা-মায়ের পাপের ফল কি সন্তানের ওপর পড়ে?

প্রশ্ন : বাবা-মায়ের পাপের ফল সন্তানের ওপর পড়বে কি? যেমন ধরুন- কোনো সন্তান প্রতিবন্ধী হলে সেখানে কি বাবা-মায়ের পাপের কোনো প্রভাব থাকে?

উত্তর : বাবা-মায়ের কোনো পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হয়েছে—এই রকম কথা শুদ্ধ নয়। বাকি হলো কোনো সন্দেহ নেই যে, মানুষের যেকোনো বিপদ-আপদ তাঁর পাপের কারণে হয়ে থাকে। তাদের পাপ নিজেদের উপর পড়ে থাকে। তাই এটা অবশ্যই যে, নিজেদের কর্মের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তবে পিতা-মাতার পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে সেটাও ভাবার কোনো কারণ নেই। এই কথাটি একেবারেই সত্যি নয়। দুটি সম্পূর্ণ আলাদা ব্যাপার। শরিয়তের বিধান আমাদের স্পষ্ট জানতে হবে।

পাঠকের মতামত: