কক্সবাজার, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

বাড়বে বৃষ্টিপাত, কমবে তাপমাত্রা

তীব্র গরমে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছিলেন কয়েক দিন ধরে। আজ (শনিবার) সন্ধ্যায় রাজধানীসহ ঢাকার আশপাশের এলাকায় বৃষ্টির দেখা মিলেছে।সন্ধ্যার এক পসলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আগামী দুই দিন বৃষ্টি আরও বাড়তে পারে। একইসঙ্গে তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপটি বর্তমানে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। আর ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারি ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে।

পাঠকের মতামত: