কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বুকে ব্যথা, হাসপাতালে যাওয়ার পথে চবি শিক্ষার্থীর মৃত্যু

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রফিকুল ইসলাম ফাহিম নামের এক শিক্ষার্থী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) হাসপাতালে যাওয়ার পথে আনুমানিক সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থীর ছোট ভাই বোরহান উদ্দিন।
তিনি মঙ্গলবার বিকেল ৫টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। পরে লাকসাম জেনারেল মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।

ফাহিমের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজার উত্তর ছেনুয়া গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন আবু।

ফাহিমের ছোটভাই বোরহান উদ্দীন বলেন, সকাল থেকে ভাইয়া ভালো ছিল। বিকেলে হঠাৎ বলল, বুকে ব্যথা করছে। পরে লাকসাম জেনারেল হাসপাতাল নিয়ে যায়। কিন্তু পথেই মারা যায় ভাইয়া। বুধবার সকালে নিজ এলাকায় জানাজা ও দাফন হবে।

ফাহিমের বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, ফাহিম আমাদের সঙ্গে আজ দুপুরেও কথা বলেছে। সে সুস্থ-স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ করেই তার মৃত্যুর সংবাদ পেলাম।

তিনি আরও বলেন, ফাহিম আমার কলেজ বন্ধু ছিল। একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট ছিল। সে ভালো ছিল পড়ালেখায়। এভাবে চলে যাবে ভাবতেও পারিনি।

পাঠকের মতামত: