কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ভারতের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ

ভারতের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ কোনো সতর্ক সংকেত নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি ভারতের উত্তর তামিলনাড়ু ও এর কাছাকাছি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। তবে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি আসার জন্য অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানা, নিম্নচাপটি গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, আজ চট্টগ্রামে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গতকালের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সে.।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৬টা ৮মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৮মিনিটে।

জোয়ার-ভাটা: আজ কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে রাত ১২টায় ৪৫মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ৭টা ২৭মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বেলা ১২টা ৫৯মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে সন্ধ্যা ৭টা ১৭মিনিটে।

পাঠকের মতামত: