কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ভারতের সেনাপ্রধানকে বহনকারী চপার বিদ্ধস্ত, নিহত অন্তত ৫

ভারতের তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনাবাহিনীর চপার। তাতে সওয়ার ছিলেন ১৪ জন। তাঁদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও পরিবারের সদস্য এবং বাহিনীর অফিসার, জওয়ান। ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। দু’‌জন গুরুতর আহত।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি দেশটির সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত। বুধবার দুপুরে স্থানীয় সময় ১২টা ৪০ নাগাদ তামিলনাড়ুতে নীলগিড়ির ঘন জঙ্গলে ভেঙে পড়ে তাঁর চপার। কোয়াম্বাটুর থেকে সুলুরের মধ্যে চপারটি ভেঙে পড়ে।

তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। জানা গিয়েছে, সুলুরের সেনাঘাঁটি থেকে উড়েছিল এমআই সিরিজের ওই চপার। ওয়েলিংটনে সেনাঘাঁটির উদ্দেশে রওনা হয়েছিল।

পাঠকের মতামত: