কক্সবাজার, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ভারতে আজও রেকর্ড শনাক্ত ৩ লাখ ৮৭ হাজার, মৃত্যু ৩৫০১

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে দৈনিক সংক্রমণে ফের বিশ্ব রেকর্ড হয়েছে। একদিনে মারা গেছেন ৩৫০১ জন। ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার (৩০ এপ্রিল) সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৮৬ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৫০১ জন।

এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৮৭ লাখ ৫৫ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩১৩ জন।

এদিকে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, জুলাই এবং আগস্ট মাসে মহারাষ্ট্রে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।

তিনি বলেছেন, করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে এখন থেকেই প্রস্তুত হতে হবে প্রশাসনকে।

বৃহস্পতিবার জেলা প্রশাসক এবং শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের মন্ত্রী রাজের তোপে বলেন, ‘আমাদের আত্মনির্ভর হওয়া অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে অক্সিজেনের বিষয়ে। অক্সিজেনের অভাব নিয়ে কোনো অজুহাত মানতে রাজি নন মুখ্যমন্ত্রী, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।’

পাঠকের মতামত: