কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ভারতে ভারী বর্ষণ, ভূমিধসে নিহত ৩৬

টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর ভারতের মহারাষ্ট্রের রায়গাদ জেলায় ভূমিধসে ৩৬ জন নিহত হয়েছেন। বন্যার পানিতে ডুবে যাওয়া অঞ্চলটিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুটি নৌবাহিনীর টিম, ১২টি স্থানীয় সাহায্যকারী টিম, কোস্টগার্ডের ২টি, এবং জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনার তিনটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।

উদ্ধারকর্মীরা সেখানকার মানুষকে বাড়ির ছাদে কিংবা উঁচু স্থানে যাওয়ার অনুরোধ করছেন, যেন হেলিকপ্টার থেকে তাদের উদ্ধারে সহজ হয়।
প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার তিনটি স্থানে ভূমি ধস হয়। একই জায়গা থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকটি স্থানে পাওয়া যায় বাকি চারজনের মরদেহ।

এর আগে গত রবিবার বৃষ্টির কারণে ভবন ধসে মুম্বাইয়ে শিশুসহ ৩৩ জন নিহত হয়। টানা বৃষ্টিতে ভূমিধস, বাড়িঘর ভেঙে ও বিদ্যুতায়িত হয়ে এসব মানুষের প্রাণহানি হয়।

অপরদিকে টানা কয়েকদিন ধরে ভারী বর্ষণে বৃহস্পতিবার ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইসহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় রেড এলার্ট জারি করা হয়েছে।

পাঠকের মতামত: