কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ভারতে হাসপাতালে আগুনে ১০ নবজাতক শিশুর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের এক হাসপাতালে ভয়াবহ আগুনে ১০ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে মহারাষ্ট্রের ভান্ডারা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এসময় সাতজন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাটিকে একটি ‘হৃদয় বিদারক ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন।

ভান্ডারার সিভিল সার্জন প্রমোদ খানদাতে জানান, শুক্রবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের শিশু বিভাগে এ আগুন লাগে। সেখানে ১৭ শিশুর চিকিৎসা চলছিল। একজন নার্স প্রথম এই বিভাগ থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত হাসপাতালের অন্য কর্মী ও চিকিৎসকদের খবর দেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এ ঘটনা আমাদের জন্য বেদনাদায়ক।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, এই মৃত্যুতে তিনি গভীর শোকাহত, তিনি আরও বলেছেন, শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপের সঙ্গে কথা বলে এই ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন। ভান্ডারা মহারাষ্ট্রের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি।

পাঠকের মতামত: