কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ভাসানচরে রোহিঙ্গা শিশুদের দুরন্তপনা

ভাসানচরে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে রোহিঙ্গা শিশু কিশোররা। এখানে উন্মুক্ত মাঠে ফুটবল, ক্রিকেটসহ নানা খেলাধূলায় নিত্যদিনের সময় কাটে দেশহীন এসব শিশু কিশোরদের। তাদের মানসিক বিকাশেও কাজ করছে সরকার। এজন্য স্পোর্টস ক্লাব গঠনের পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে সরকার।

ভাসানচরে রোহিঙ্গা শিশুদের দুরন্তপনা। মাত্র কিছুদিন আগেই উখিয়া থেকে এখানে স্থানান্তর হয়েছে তারা। এরমাঝেই মানিয়ে নিয়েছে অচেনা এই পরিবেশে।

কক্সবাজার ক্যাম্পের ঘিঞ্জি পরিবেশে যেন নড়াচড়ার সুযোগই ছিলনা দেশহীন এই শিশু-কিশোরের। তাই, ভাসানচরের উন্মুক্ত মাঠে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ নানা খেলাধূলায় নিত্যদিন কাটে তাদের।

ভাসানচরে রোহিঙ্গা নারী পুরুষদের বিভিন্ন কর্মসংস্থানে যুক্ত করার পাশাপাশি তাদের শিশু কিশোরদের মানসিক বিকাশেও কাজ করছে সরকার। এরিমধ্যে গঠন করা হয়েছে স্পোর্টস ক্লাব। এছাড়া দুটি মাঠে স্থাপন করা হচ্ছে বেশ কিছু রাইডস।

স্থানান্তরিত প্রায় সাত হাজার রোহিঙ্গার মধ্যে অর্ধেকের বেশি শিশু কিশোর।

পাঠকের মতামত: