কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মিয়ানমার থেকে আরও ৬ রোহিঙ্গার অনুপ্রবেশ

মিয়ানমারে কারাভোগ শেষে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করেছেন ছয় রোহিঙ্গা। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা তাদের আটক করেছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে মিয়ানমারের আকিয়াবের মংডু শহরের সীমান্ত পয়েন্ট দিয়ে তারা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা শালবাগান এলাকায় প্রবেশ করেন।

আটককৃতরা হচ্ছেন- মিয়ানমারের মো. আরিফ (২৪), মো. ইউনুছ (২৮), বশির আহম্মদ (২৫), সোনা আলী (৫৬), মো. সৈয়দ আলম (৪৭), মো. শওকত আলী (৩৭)। তারা সকলে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কমান্ডিং কর্মকর্তা ও অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক৷  তিনি বলেন, কারাভোগ শেষে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা নতুন রোহিঙ্গাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। নতুন অনুপ্রবেশ করা ছয় রোহিঙ্গাসহ ১৩ জনকে চিহ্নিত করা হয়েছে, যারা মিয়ানমার থেকে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করেছেন।

উল্লেখ্য, গত কয়েক দিন আগে আরো ৪ জন মিয়ানমার জেলফেরত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে।

পাঠকের মতামত: