কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে ১৮ মেট্রিক টন পিয়াজ আমদানি

আব্দুস সালাম, টেকনাফ::

মিয়ানমার থেকে একদিনে ১৮দশমিক ৭৫০ মেট্রিক টন পিয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে। সোমবার সকালে একটি ট্রলারে পিয়াজগুলো স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন।

তিনি বলেন, সোমবার একদিনে একজন ব্যবসায়ী মিয়ানমার থেকে মোহাম্মদ সেলিমের ১৮দশমিক ৭৫০ মেট্রিক টন পিয়াজ এসেছে।

চাহিদা অনুযায়ী আমদানি বাড়াতে পিয়াজ ব্যবসায়ীদের আরো উৎসাহিত করা হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক মোহাম্মদ সেলিম বলেন, সোমবার সকালে একটি ট্রলারে ১৮দশমিক ৭৫০ মেট্রিক টন পিয়াজ এসেছে। আরও পিয়াজ ভর্তি ট্রলার আসার পথে রয়েছে।

এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ডপোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, মিয়ানমার থেকে সোমবার সকালে একটি ট্রলারে ১৮দশমিক ৭৫০ মেট্রিক টন পিয়াজ এসেছে।

আমদানিকৃত পিয়াজ দ্রুত সময়ে খালাস করে। সোমবার সন্ধ্যা পর্যন্ত দুইটি পিয়াজ ভর্তি ট্রাক স্থলবন্দর ছেড়ে গেছে।

পাঠকের মতামত: