কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মোহমুগ্ধ : কবি রফিকুল ইসলাম রাইসুল

‘মোহমুগ্ধ’

তুমি ডাক দিলে আমি পাখি হয়ে যাবো,
তোমার মৌন মুগ্ধতা খাবো।
তুমি ডাক দিলে শিশিরের সকাল হবো,
তোমার আলতা পায়ে শিশিরে ভেজাবো।

তুমি আকাশ হলে আমি আকাশের গাঙচিল হয়ে উড়বো,
উড়ে উড়ে মেঘে মেঘে মেঘ সেজে নিরুদ্দেশ হবো।
তুমি ছুয়ে দিলে আমি হবো শীতল,
সমুদ্র কিংবা পাহাড়ের সৌন্দর্য মেখে উৎসবের ফানুসে রাঙাবে মৃত্তিকা থেকে নদীতল।

তুমি মানচিত্র হলে আমি হবো ভূখণ্ড,
তুমি আমার হলে পৃথিবীর যা কিছু অশুভ তা হউক লন্ডভন্ড।
তুমি নিশীথের নামজাদা পরী,
কবিতার শব্দতরী।
তুমি সুউচ্চ কুসুমকুমারী,
অনুপম নিসর্গের বাহারি।

চিরজীবন চেনা হয়ে থেকো এই অবলা হৃদয়ে,
আলতো করে ছুঁয়ে দিবো
শত কিংবা অনেক অজুহাতে।

সন্ধির সমীকরণে শান্তি আসুক নেমে,
বসুমতী ভরে যাক ভালোবাসা আর প্রেমে।
দুখের বুকে মাথা রেখে নষ্ট হউক বিরহের আগুন,
দূর বহুদূর হেঁটে চষে পথিকের মুখে ফুটুক চিরযৌবনের ফাল্গুন।

পাঠকের মতামত: